Posts

Showing posts with the label Photowalk

রথের রশি

Image
High voltage Pseudo Decisive Moment এর ছবি কেমন যেনো তাস খেলার মতো লাগে; লাগ.. লাগ... লাগ.. এক্কা! যদিও তাস খেলায় আর মন্দ কি? কিন্তু আহামরি খামচে নেওয়ার মতো টুকরোতে আমার মন ভরে না। আমার মন পড়ে থাকে সচরাচর, খুবই ordinary, খুবই সাধারণের কাছে। বলা ভালো আমার মন পড়ে থাকে ফুটপাথে, আমি ফুটপাথে লোক। দেখার মত তেমন কিছুই নেই ছবিতে_ এই ধরনের আরকি। রথের মেলায় অসংখ্য ছিন্ন বিচ্ছিন্ন টুকরো টুকরো রঙের সমাহার আর ৫০ এমএম ফোকাল লেন্থ-এর অ্যাঙ্গেল অফ ভিউর সাধারণত্ব রথের রশিতে টান দেয়, আমায় সেই সাধারণের কাছে নিয়ে যায়। বিশেষ উপযোগিতা ছাড়া লেন্স বা অন্যান্য কারসাজিতে ছবির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন জাগে। আলুর দমে কতটা দম হবে সেটা নিশ্চই কড়া-খুন্তির উপর নির্ভর খুব একটা করে না; রান্নার উপকরণ, রাঁধুনির দক্ষতা ও রান্নায় তার মনোনিবেশ এর উপর নির্ভর করে। উড়ে আসা ফুটবল মানুষের মাথার সামনে চলে আসার টাইমিং মিলিয়ে দেওয়াটা রোবটিক দক্ষতা হতে পারে। ওতে মোমেন্ট এর SPAN নিয়ে সন্দেহ থেকেই যায়, অর্থাৎ মোমেন্ট টা কতক্ষণ স্থায়ী হবে ছবিতে বা ছবিটার স্থায়িত্ব কতটা নিয়ে যাবে। মোমেন্টের শিহরণ পুরো ছবিতে ছড়িয়ে পড

কাকতালীয়

Image
রবিবার, মৌনমুখরের  বন্ধের দিন আর আমার ছুটির। সদ্য পাওয়া  ক্যাননের 1DX Mark ii  ক্যামেরাটা নিয়ে রেওয়াজে যাওয়ার উত্তম দিন, নতুন ব্যাট হাতে পেলে ব্যাটটার জন্য আলাদা ভাবে প্র্যাকটিসে যাওয়া যেমন হয় আর কি। এদিক ওদিক করে, এরম সেরম  করে দেখে নেওয়া যায় compatibility, controls, outputs ইত্যাদি। এক্ষেত্রে আমি ঠিকানা বেছেছিলাম কাকদ্বীপ ব্লকের অন্তর্গত হারউড পয়েন্ট কোস্টাল এলাকায় ৪ নম্বর জেটিঘাট সংলগ্ন বসতি। সকাল বেলার সময়, নদীবাঁধকেন্দ্রিক জীবনযাপন, জনসমাগম খুবই নগণ্য। আপন খেয়ালে ক্যামেরাটা নিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করতে করতে আমার চোখ পড়লো দুই বন্ধুর উপর, তাদের আনুমানিক বয়স ১০-১১ বছর হবে। তারা গল্প করছে বাঁধে বসে জিগরি দোস্তের মতো। তাদের সাথেও একটি যন্ত্র রয়েছে, মাছ বা কাঁকড়া ধরার একটি ঘরোয়া যন্ত্র, অনেকেই আঞ্চলিক ভাষায়  ছেগিন জাল  বলে থাকে। কোথাও কোথাও চাক জালও বলা হয়। ওদের অচেতনে কিছুটা দুর থেকেই ওদের একটি ছবি তুলতেই শাটারের শব্দে ওরা চকিত হলো, স্বতঃপ্রণোদিত ভাবেই এগিয়ে এসে ভাব জুড়লো আমার সাথে। ব্যাস,  আমিও চাঁদ পেলাম হাতে, বসে পড়লাম দিব্যি ঘাসের উপর ওদের গা ঘেঁষে। সুজয়