রথের রশি
High voltage Pseudo Decisive Moment এর ছবি কেমন যেনো তাস খেলার মতো লাগে; লাগ.. লাগ... লাগ.. এক্কা! যদিও তাস খেলায় আর মন্দ কি? কিন্তু আহামরি খামচে নেওয়ার মতো টুকরোতে আমার মন ভরে না। আমার মন পড়ে থাকে সচরাচর, খুবই ordinary, খুবই সাধারণের কাছে। বলা ভালো আমার মন পড়ে থাকে ফুটপাথে, আমি ফুটপাথে লোক। দেখার মত তেমন কিছুই নেই ছবিতে_ এই ধরনের আরকি। রথের মেলায় অসংখ্য ছিন্ন বিচ্ছিন্ন টুকরো টুকরো রঙের সমাহার আর ৫০ এমএম ফোকাল লেন্থ-এর অ্যাঙ্গেল অফ ভিউর সাধারণত্ব রথের রশিতে টান দেয়, আমায় সেই সাধারণের কাছে নিয়ে যায়। বিশেষ উপযোগিতা ছাড়া লেন্স বা অন্যান্য কারসাজিতে ছবির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন জাগে। আলুর দমে কতটা দম হবে সেটা নিশ্চই কড়া-খুন্তির উপর নির্ভর খুব একটা করে না; রান্নার উপকরণ, রাঁধুনির দক্ষতা ও রান্নায় তার মনোনিবেশ এর উপর নির্ভর করে। উড়ে আসা ফুটবল মানুষের মাথার সামনে চলে আসার টাইমিং মিলিয়ে দেওয়াটা রোবটিক দক্ষতা হতে পারে। ওতে মোমেন্ট এর SPAN নিয়ে সন্দেহ থেকেই যায়, অর্থাৎ মোমেন্ট টা কতক্ষণ স্থায়ী হবে ছবিতে বা ছবিটার স্থায়িত্ব কতটা নিয়ে যাবে। মোমেন্টের শিহরণ পুরো ছবিতে ছড়িয়ে পড